প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন— চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এ দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সার্কিট হাউস রোডস্থ হাবীবুল্লাহ বাহার কলেজ ও পুরাতন সার্কিট হাউজ পর্যন্ত ঘুরে পিআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা নানা স্লোগান দেন।
আন্দোলনকারীরা পিআইবি’র মহাপরিচালক (ডিজি) পদত্যাগেরপত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপন জারি ও পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তারা জানান, যতদিন জাকির হোসেন পদত্যাগ করছেন না,ততদিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি লিখেছেন, আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।