শাসনের তিন বছর পূর্তি উৎসব করেছে আফগানিস্তানের তালেবান। বুধবার যুদ্ধে ব্যবহৃত ঘরে তৈরি বোমা, যুদ্ধবিমান এবং সামরিক কুচকাওয়াজের মাধ্যমে তারা বর্ষপূর্তি উৎসব করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তালেবানের সশস্ত্র বাহিনী বাগরামের সাবেক মার্কিন বিমান ঘাঁটিতে সোভিয়েত যুগের ট্যাঙ্ক এবং আর্টিলারির খণ্ড অংশ নিয়ে যায়। সামরিক কুচকাওয়াজে চীনা ও ইরানি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
হলুদ জেরি ক্যান বহনকারী এক ঝাঁক মোটরবাইক কুচকাওয়াজে অংশ নেয়। এই জেরিক্যানগুলো প্রায়শই আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় বাড়িতে তৈরি বোমা বহন করতে ব্যবহৃত হয়। কুচকাওয়াজে সাঁজোয়া যানও ছিল। যানগুলোর ওপরে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের কালো-সাদা পতাকা উড়ছিল। হেলিকপ্টার ও যুদ্ধবিমানগুলো কাবুলের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ঘাঁটির উপর দিয়ে উড়েছিল।
মার্কিন-সমর্থিত সরকারের পতন এবং এর নেতারা পালিয়ে যাওয়ার পরে তালেবান বাহিনী ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে। আফগান ক্যালেন্ডারে বার্ষিকীটি একদিন আগে চিহ্নিত করা হয়।