স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এর আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ কাউন্সিল’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে অপসারণের দাবি উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জড়িত থাকার অভিযোগ-সমালোচনার মধ্যেই নতুন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করেছে।
গত ২১ মে মো. জাহাংগীর আলমকে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।