দুই কোটি ৩৭ লাখ টাকা বকেয়ার দায়ে সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করেছে দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উচ্চ পর্যায়ে একটি টিম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়।
এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন।
এ সময় প্রতিষ্ঠানটির অপর ডিজিএম জিল্লুর রহমান ও প্রতিষ্ঠানটির সুনামগঞ্জ ব্যবস্থাপক শফিকুল হক উপস্থিত ছিলেন।
জানা গেছে, সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বারবার বকেয়া প্রদানের জন্য তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি দুই কোটি ৩৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সুনামগঞ্জ আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক।