খেলাধুলা

আজ হচ্ছে এমবাপ্পের অভিষেক, এক দিনে বেতন ৫৯ লাখ

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এটা অবশ্য পূরনো খবর। নতুন খবর হলো- আজ বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের হয়ে তার অভিষেক হচ্ছে উয়েফা সুপার কাপে। পোল্যান্ডের ওয়ার’শতে আটালান্টার মুখোমুখি হবে তারা।

ইএসপিএনের তথ্যমতে, পিএসজি থেকে এমবাপ্পে রিয়ালে যোগ দিয়ে প্রতি বছর বেতন পাবেন ১৫ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যেটা ২২৫ কোটি। অর্থাৎ প্রতি মাসে তার বেতন হবে ১৯ কোটি টাকা। প্রতি সপ্তাহে পাবেন প্রায় সোয়া ৪ কোটি টাকা। আর প্রতিদিন পাবেন ৫৮.৮০ লাখ। রিয়ালে প্রতি মিনিটে তিনি পাবেন ৪ হাজার ৮২ টাকা।

রিয়ালে আজ তিনি ৯ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। যেটি সবশেষ পরেছিলেন ব্যালন ডি’অর জয়ী আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। যিনি বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার ২০২৪-২০২৫ মৌসুম। কিন্তু রিয়াল মাদ্রিদ মাঠে নামবে রোববার দিবাগত রাতে। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োর্কা।