পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) সকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থীরা হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনে যোগ দেন।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে মিশনের বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে হাইকমিশনে অবস্থানরত ৫০ জন পাকিস্তানি শিক্ষার্থীর অংশগ্রহণে এই বছরের অনুষ্ঠানটি অনন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। অনুষ্ঠানের একটি বিশেষত্ব ছিল শিক্ষার্থীর পাকিস্তানের নেতৃবৃন্দের বার্তা পাঠ।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ছাত্র আব্দুল মোয়েজ পাকিস্তানের রাষ্ট্রপতির বার্তা পাঠ করেন, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্রী মুবাশারা ইমান এবং উমে ওয়ার্কা পর্যায়ক্রমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বার্তা পাঠ করেন।
এই উপলক্ষে পাকিস্তানি নেতৃবৃন্দ তাদের বার্তায় জাতিকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের নিপীড়িত জনগণের সাথে একাত্মতা পোষণ করেন, সেই সাথে তাদের ন্যায়সঙ্গত সংগ্রামে পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে হাইকমিশনার মারুফ পাকিস্তানের নেতৃত্বের বার্তাগুলো পুনর্ব্যক্ত করেন এবং জাতির প্রতিষ্ঠাতাদের স্বপ্নগুলোকে লালন করার আহ্বান জানান। তিনি বাংলাদেশে পাকিস্তানি ছাত্রদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি তাদের দৃঢ মনোবল এবং স্বাধীনতা দিবস উদযাপনে সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেন।
হাইকমিশনার মারুফ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি এই বছরের স্বাধীনতা দিবস উদযাপনকে অনন্য এবং অর্থবহ করেছে কারণ তারা তাদের একাডেমিক প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আগে স্বাধীনতা দিবসের উৎসবে অংশ নিতে চেয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।