শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ দলটির শীর্ষ নেতারা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সভায় তারা এ আশ্বাস দেন।
জিএম কাদের বলেন, নতুন সরকারকে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। লুট ও পাচার করা টাকা ফিরিয়ে এনে এর সঙ্গে জড়িতদের বিচার, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং জ্বালানির দাম কমানোসহ দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রকাঠামোর যৌক্তিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সোলায়মান আলম শেঠ, আব্দুর রশিদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, নাজমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ড. নূরুল আজহার শামীম, খান মো. ইসরাফিল খোকন, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, সরদার শাহজাহান, নূরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, মাশরেকুল আজম রবি, মোস্তাফিজুর রহমান আকাশ, মো. হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার আনিস আহমেদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মো. খলিলুর রহমান খলিল, মেজর (অব.) আনিসুর রহমান, জাহিদ হাসান, মো. আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।