সারা বাংলা

পঞ্চগড়ে দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও দুই ছেলে সৈকত (১২), সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন সেলিম। চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় ও সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।

সেলিম শেখ বলেন, বাজার থেকে বাড়ি ফিরে দেখি, প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের মরদেহ পড়ে আছে। পরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকি।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।