কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার মরিয়ম আকতার মিতু ও তার দেড় বছর বয়সী ছেলে আলভী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী মরিয়ম আকতার মিতু ও ছেলে আলভীকে নিয়ে মোটরমাইকেলযোগে বোনের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ইয়াছিন। উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।