অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এই ১০ মাস ধরে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় ৪০ জন মারা গেছে। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার পাঁচ-এ পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ৯২ হাজার ৪০১ এ পৌঁছেছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আবার এদের বড় অংশ নারী ও শিশু।
ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার ১০০ জন ছিল দুই বছরের কম বয়সী শিশু।