পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের প্রথম ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। তৃতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি মাঠে। এক বিবৃতি দিয়ে বৃ্হস্পতিবার (১৫ আগস্ট) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪৫ রানের লিড নিয়ে ম্যাচে চালকের আসনে আছে পাকিস্তান শাহীনস।
এর আগে দ্বিতীয় দিন শেষে শাহীনসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৬৭। বাংলাদেশ ‘এ’ পিছিয়ে ছিল ২৪৫ রানে। উমর আমিন একাই করেছিলেন ১৭৭ রান। ২১১ বলে ২৩ চার ও ৩ ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি।
৭৬ রান করেন অধিনায়ক সৌদ শাকিল। ১৩২ বলে এই রান করেন তিনি। সাদ খান ৩১ ও কামরান গুলাম ২০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
তার আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় তারা।
বাংলাদেশের ইনিংসে ধ্বস নামান পাকিস্তান শাহীনসের পেসার নাসিম শাহ ও মীর হামজা। নাসিম ৮.৩ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। হামজা ১১ ওভারে ৩ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আর মোহাম্মদ রমিজ জুনিয়র ১১ ওভারে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে ২টি উইকেট পান।
ব্যাট হাতে বাংলাদেশের মাহমুদুল হাসান জয় ৯ চারে সর্বোচ্চ ৬৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া মুমিনুল হক ১১ ও রেজাউর রহমান রাজা করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বাংলাদেশ ‘এ’ দল ৩ উইকেটে ৯১ রান তুলেছিল। সেখান থেকে ১২২ রানে যেতে বাকি ৭টি উইকেট হারায়।