ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে চলছে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪।’
এই ক্রীড়া উৎসবের দাবা ইভেন্টের খেলা আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শেষ হয়েছে। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম আজাদ। রানার্স-আপ হয়েছেন এশিয়ান টিভির আলী তালুকদার। দাবা খেলা পরিচালনা করেন শহীদুল ইসলাম।
ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্ট রয়েছে এবারের এই স্পোর্টস ফেস্টিভ্যালে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- দাবা, ক্যারম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন।
এছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতায় যেসব সিনিয়র সদস্য অংশগ্রহণ করতে পারবেন না তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছে ওয়ালটন। পাশাপাশি সদস্যদের স্ত্রীদের জন্য লুডু খেলার আয়োজন থাকছে।
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।