অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত মনোনীত পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের মতবিনিময় সভায় অধিকাংশ সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যে পত্র প্রেরণ করা হয়েছে, তাতে আমরা ৬ জন সদস্যের কোনো দ্বিমত নেই।
আমরা ৬ জন সদস্য গত বুধবার (১৪ আগস্ট) ধারণাগত ভুলের কারণে একটি প্রতিবাদলিপি প্রদান করেছিলাম। আমরা আমাদের ভুল বুঝতে পেরে উক্ত প্রতিবাদলিপি প্রত্যাহার করলাম।
প্রতিবাদলিপি প্রত্যাহার সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষরে করেছেন— অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ হেমায়েত হোসেন, নির্বাহী সদস্য মাহমুদা শিরিন ও নির্বাহী সদস্য একেএম ফারুক আলম।
এর আগে, গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ রয়েছে, সদ্য নিয়োগকৃত বিএসইসির চেয়ারম্যান বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়-মঙ্গলবার (১৩ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন মারফত জানা যায়, ড. এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয়েছে, তিনি সালমান এফ রহমানের সাথে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী তিনি বিদায়ী চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামেরও ঘনিষ্ঠ। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হয়, সদ্য বিদায়ী সরকার এবং সদ্য বিদায়ী চেয়ারম্যানের ঘনিষ্ঠ কোনো বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে কমিশনে যোগদানকে কমিশনের কর্মচারীরা স্বাগত জানাবে না।
তবে, ওই প্রতিবাদলিপি পাঠানোর তৃতীয় দিনেই তা প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।