ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বাদী হয়ে মামলাটি করেন।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল শরিফ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মন্নান রসুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে আরও ৬০ থেকে ৭০ জনকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শহরের আমতলা মোড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে তারা পেট্রোল ঢেলে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন।
ওসি শহিদুল ইসলাম জানান, মামলায় অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।