খেলাধুলা

অভিষেকেই জার্কজির গোল, জয়ে প্রিমিয়ার লিগ শুরু ইউনাইটেডের

শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। প্রথম দিনেই বাজিমাত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ে আসর শুরু করেছে গেল মৌসুমে ধুঁকতে থাকা দলটি। অভিষিক্ত জশুয়া জার্কজির শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট পেয়েছে এরিক টেন হাগের দল। ম্যাচটি তারা জিতেছে ১-০ ব্যবধানে।

শুক্রবার (১৬ আগস্ট) ওল্ড ট্র‍্যাফোর্ডে পুরো সমত্য দাপট দেখিয়ে খেলেছে ইউনাইটেড। সব দিক থেকেই ম‍্যাচে ছিল তাদের দাপট। ৫৫ শতাংশ সময় বদল দখলে রেখে ১৪ শট নেয় তারা, লক্ষ‍্যে ছিল পাঁচটি। এর মধ্যে ৮৭তম মিনিটে গোল আদায় করে নেন জার্কজি। ফুলহ‍্যামের ১০ শটের কেবল দুটি ছিল লক্ষ‍্যে।

ম্যাচের শুরুতে খানিক অগোছালো ছিল ম্যানইউ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় তারা। ম্যাচের প্রথম আক্রমণটা অবশ্য করে ফুলহ্যাম। ত্রয়োদশ মিনিটে ২৫ গজ দূর থেকে শট নেন ফুলহ‍্যামের কেনি টেটে। ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন আন্দ্রে ওনানা। প্রথমার্ধে সফরকারীদের এই একটি শটই ছিল লক্ষ‍্যে।

ম্যানইউ প্রথম আক্রমণ করে ম্যাচের ২৭তম মিনিটে। ব‍্যাকপাস পেয়ে বিপদমুক্ত করতে গিয়ে ফুলহ‍্যাম গোলরক্ষক বার্নড লেনো খুঁজে নেন কাসেমিরোকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে চমৎকার রিফ্লেক্সে সেটা পা দিয়ে ঠেকিয়ে দেন লেনো।

সাত মিনিট পর আরেকটি দারুণ সুযোগ পান ফার্নান্দেজ। কাসেমিরোর দারুণ পাস ডি বক্সে পেয়ে শট নেন তিনি। এবারও ফুলহ্যামের ত্রাতা হয়ে দাঁড়ান লেনো। ৩৭তম মিনিটে সুযোগ পান কাসেমিরো। তবে কর্নার থেকে ছয় গজ দূর থেকেও হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে গোলরক্ষকের নৈপুণ‍্যে আরেকবার বেঁচে যায় ফুলহ‍্যাম। মার্কাস র‍্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে শট নেন ম‍্যাসন মাউন্ট। সেটিও ঠেকিয়ে দেন লেনো।

৬৬তম মিনিটে প্রতি আক্রমণে দারুণ সুযোগ পেয়েছিল ফুলহ‍্যাম। ‘টু-অন-ওয়ান’ পরিস্থিতিতে আন্দ্রেয়াস পেরেইরার পাস রুকেহ দেন হ‍্যারি ম‍্যাগুইয়ার। তার গোড়ালিতে লেগে বল দিক পাল্টালে বেঁচে যায় ইউনাইটেড।

এভাবে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ৮৭তম মিনিটে দলকে এগিয়ে নেন ৬৫তম মিনিটে বদলি হিসেবে নামা জার্কজি। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ক্রস করেন গারনাচো। জার্কজি সারেন বাকি কাজ।

চার মিনিটের যোগ করা সময়ে অনায়াসে ব‍্যবধান হতে পারতো দ্বিগুণ। কিন্তু গারনাচো অবিশ্বাস‍্য মিস করেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। জার্কজির গোলে ৩ পয়েন্টের খুশি নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।