‘মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’ তাদের কার্যক্রম পরিচালনার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সনদ পেয়েছে। এ প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
রোববার (১৮ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছ থেকে সম্প্রতি কোম্পানিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে। ফলে কোম্পানিটি এখন থেকে তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে।