জাতীয়

জুনিয়র ইন্সট্রাক্টর ফলপ্রত্যাশীদের মানববন্ধন 

বাংলাদেশ কর্মকমিশনের সামনে মানববন্ধন করেছেন জুনিয়র ইন্সট্রাক্টর ফলপ্রত্যাশীরা।

রোববার (১৮ আগস্ট) সকালে তারা মানববন্ধন করেন।

জুনিয়র ইন্সট্রাক্টর ফলপ্রত্যাশীদের সমন্বয়ক মো. ইমরান হোসেন বলেন, সরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুলে শিক্ষক সংকট চরমে। সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা মাত্র ১৮ শতাংশ শিক্ষক দিয়ে চলছে। শিক্ষক সংকট নিরসনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে গত ২৬-১০-২০২১ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নেওয়া হয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি, দ্রুত ফল প্রকাশ করতে হবে।