সারা বাংলা

নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা 

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুলছাত্র ইয়াছিনকে অপহরণ ও হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শিক্ষার্থীর বাবা ফজের আলী বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) দুপুরে নাটোর থানায় মামলাটি করেন।

আরও পড়ুন: এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ মরদেহ উদ্ধার

মামলার অন্য আসামিরা হলেন- নাটোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সদর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাদীর অভিযোগ, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ইয়াছিনকে নাটোর শহরের মাদরাসা মোড় থেকে মারধর করে তুলে নিয়ে সাবেক সংসদ সদস্য শিমুলের বাড়িতে আটকে রাখা হয়। পরদিন শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ হয়। গত ৬ আগস্ট শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার হয়।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে নাটোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণমোহন সরকার বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’