খেলাধুলা

টেস্টে ৬৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মহারাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে প্রথম ম্যাচে ৮টি ও দ্বিতীয় ম্যাচে ৫টিসহ মোট ১৩ উইকেট নেন কেশভ মহারাজ। এর মধ্য দিয়ে ৫২ টেস্টে তার মোট উইকেট গিয়ে দাঁড়ায় ১৭১ এ। আর মহারাজ হয়ে যান দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। ভেঙে দেন ৬৪ বছরের পুরনো রেকর্ড।

তার আগে ১৯৬০ সালে প্রোটিয়া স্পিনার হিউ টেফিল্ড টেস্টে নিয়েছিলেন ১৭০ উইকেট। ১১ বছরের ক্যারিয়ারে ৩৭ টেস্ট খেলে উইকেটগুলো নিয়েছিলেন হিউ। ৬৪ বছর পর তার সেই রেকর্ডটি ভেঙে দিলেন মহারাজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে মহারাজের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল আটজন বোলার। তার মধ্যে ডেল স্টেইন ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট নিয়ে আছেন শীর্ষে। তার পরে রয়েছেন— শন পোলক (৪২১), মাখায়া এনটিনি (৩৯০), অ্যালান ডোনাল্ড (৩৩০), মরনে মরকেল (৩০৯), কাগিসু রাবাদা (২৯৯), জ্যাক ক্যালিস (২৯১) ও ভারনন ফিলান্ডার (২২৪)।