সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৯ আগস্ট) রাজধানীর রাস্তাগুলোতে গাড়ির চাপ ব্যাপক বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া এবং অফিস-আদালত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পুরোদমে কার্যক্রম শুরু করায় মানুষের চলাচল বেড়েছে। অন্যদিকে, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন দাবিতে রাস্তায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন ও পেশাজীবীরা। এর ফলে, রাজধানীর অনেক স্থানে যানজট দেখা দিয়েছে।
রামপুরা, মৌচাক, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলা মোটর, সিদ্ধেশ্বরী, মতিঝিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে যানজট দেখা গেছে। রোববার সপ্তাহের প্রথম দিনেও রাজধানীজুড়ে যানজট দেখা গিয়েছিল।
রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পল্টন, সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, চাকরি জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি বন্ধ, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়, জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে বিভিন্ন সংগঠন ও ফোরাম এবং বঞ্চিত পেশাজীবীরা সভা-সমাবেশ করেন। ১৭ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মিডওয়াইফ ও নার্সরা। একই স্থানে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মহিলা স্বেচ্ছাসেবীরা। আন্দোলনে দেখা যায় আরও কিছু সংগঠনকে।
সচিবালয়ের সামনে বিভিন্ন দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেন গ্রাম পুলিশের সদস্য, বিসিএস মৎস্য ক্যাডারের কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের আওতাধীন এনএটিপি-২ এর সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) কল্যাণ ফোরাম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী (মহিলা) দাবি বাস্তবায়ন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম। এসব সভা- সমাবেশের কারণে সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক সঙ্কুচিত হয়ে যায় চলাচলে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় যানজট। যমুনা ফিউচার পার্কের সামনের সড়কের উভয় দিকে যানজট দেখা যায়। প্রগতি সরণি ও কুড়িলের কাছাকাছি সড়কগুলোতেও বেশ গাড়ির চাপ দেখা গেছে। এর রেশ পড়েছে রাজধানীর অন্য সড়কগুলোতেও।
রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চাপ বেড়েছে। এদিকে, মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ওই রুটের যাত্রীদের বাসে চলাচল করতে হচ্ছে। ব্যাপক যানজটের কারণে দীর্ঘ সময় যাত্রীদের একই জায়গায় আটকে থাকতে হয়েছে। ফলে, অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকাবাসীকে।