সারা বাংলা

নোয়াখালীর সাবেক দুই এমপির বিরুদ্ধে মামলা

নোয়াখালীর সোনাইমুড়িতে মো. আসিফ (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ ৩৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২ হাজার ৫০০ জনকে। 

সোমবার (১৯ আগস্ট) নোয়াখালী-৬ নং আমলী (সোনাইমুড়ী) ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের আদালতে নিহত আসিফের বাবা মো. মোরশেদ আলম মামলাটি করেন।  

মামলায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিমকে হুকুমের আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র ও জনতা আনন্দ মিছিল করে। এসময় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, এইচএম ইব্রাহিম ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের নির্দেশে মিছিলে হামলা চালানো হয়। এ সময় মিছিলকারীরা সোনাইমুড়ী থানায় আশ্রয় নিলে সেখানে এলোপাতাড়ি গুলি করা হয়। এসময় মো. আসিফসজ আরো কয়েকজন গুলিবিদ্ধ হন। আসিফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (১৬ আগস্ট) আসিফ মারা যান। 

নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, আসিফ হত্যার ঘটনায় মামলা হয়েছে। ৩৯ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ২৫০০ জনকে আসামি করা হয়েছে মামলায়।