খেলাধুলা

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। দুই বছর সাড়ে আট মাস পর টেস্টে আবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরিজের প্রথমটি আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে। 

বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি দেখা যাবে বাংলাদেশের টি স্পোর্টস ও গাজী টিভিতে।

২০০১ সাল থেকে শুরু করে ২০২১ পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতে। বাংলাদেশের কোনো জয় নেই। সর্বোচ্চ সাফল্য ড্র। ২০১৫ সালে পেয়েছিল একমাত্র ড্রটি।

সবশেষ ২০২০ সালে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। সেবার একটিমাত্র টেস্ট খেলেছিল। বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ৪৪ রানে। এছাড়া ২০০৩ সালে মুলতান, পেশাওয়ার ও করাচিতে তিন টেস্ট খেলে তিনটিতেই হেরেছিল। তারও আগে ২০০১ সালে মুলতানে একটি টেস্ট খেলে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৬৪ রানের ব্যবধানে।

চার বছর পর পাকিস্তান সফরের এই টেস্টে বাংলাদেশ ভিন্ন কোনো ফল নিয়ে আসতে পারে কিনা দেখার বিষয়।