কখনো ট্রলি ঠেলছেন, কখনো খুশ মেজাজে বিমানে বসা মালাইকা আরোরা। কখনো ফ্রান্সের প্যারিসের দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন। কখনো খাচ্ছেন— নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। তাতে এমন দৃশ্য দেখা যায়।
এ ভিডিওর ক্যাপশনে মালাইকা আরোরা লেখেন, ‘ভালো লাগে। প্যারিসে আমার ৪৮ ঘণ্টা।’ সবকিছু ঠিকই ছিল। কিন্তু এই ভিডিওতে বেশ কিছু স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে। তার একটিতে দেখা যায়, মালাইকার সঙ্গে মিরর সেলফি তুলছেন এক যুবক।
ছবিটিতে যুবকের মুখটি অস্পষ্ট। রহস্যময় এই যুবককে নিয়ে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সোনিয়া আরোরা নামে একজন লেখেন, ‘নতুন প্রেমিক। অভিনন্দন।’ নেটিজেনদের বড় অংশের প্রশ্ন— ‘বিদেশে মালাইকার সঙ্গে থাকা যুবকটি কে?’ যদিও এ প্রশ্নের কোনো উত্তর দেননি মালাইকা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত জুলাই মাসে স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। সেখানেও তার সঙ্গে এক যুবককে দেখা যায়। কিন্তু তার মুখটি ঝাপসা করে দিয়েছিলেন মালাইকা। এরপর নতুন করে সম্পর্কে জড়ানোর গুঞ্জন চাউর হয়। প্যারিস সফরেও একই যুবক তার সঙ্গী হয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্পেনে ছুটি কাটাতে গিয়ে এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মালাইকা
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন মালাইকা। তাতে এ অভিনেত্রী লেখেন, হৃদয়, মন এবং শরীরের সঙ্গে আপনার সবচেয়ে দীর্ঘ সম্পর্ক। সুতরাং তাদের সঙ্গে সদয় আচরণ করুন।’
বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে রয়েছেন তারা। গত মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক।
মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশের কয়েক দিন পর মালাইকার ম্যানেজার তা প্রত্যাখান করেন। কিন্তু বিষয়টি নিয়ে আর টুঁ শব্দ করেননি মালাইকা কিংবা অর্জুন। এরই মাঝে গুঞ্জন উড়ছে, ৫০ বছর বয়সে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। আর ‘রহস্যময় যুবকটি’ তার নতুন প্রেমিক!