ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের দড়িকান্দি অংশ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
বুধবার (২১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যানজটের সৃষ্টি হয়েছে। সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলার পর থেকে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।