সারা বাংলা

টেকনাফে ক্রিস্টালমেথ ও বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি বিদেশি পিস্তল, বাংলাদেশি নগদ টাকা ও মিয়ানমারের মুদ্রা জব্দ করেছে বিজিবি। এসময় এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হ্নীলা জাদিমুড়া এলাকায় অভিযান দুটি চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক মো. শফিক (২৫) একই এলাকার ইমাম হোসেনের ছেলে।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদে জানতে পারি, মঙ্গলবার দিবাগত রাতে জাদিমুড়া এলাকা দিয়ে একজন মানবপাচারকারী মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা পাচার করতে পারেন। রাত ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করার সময় একটি সন্দেহভাজন নৌকাকে ধাওয়া করে একজনকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আনতেন। এসময় তার কাছ থেকে বাংলাদেশি নগদ ৩৯ হাজার টাকা, ৪ লাখ কিয়াত (মিয়ানমারের টাকা) এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক যুবককে আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, জাদিমুড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তিনি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।