খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ৫-৬টি গ্রামের পাঁচ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া বসতবাড়ি, রাস্তাঘাট, আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ভদ্রা নদীর জোয়ারের প্রবল পানির চাপে দেলুটি ইউনিয়নের কালিনগর পয়েন্টে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে কালিনগর গ্রাম, সৈয়দখালী, হরিণখোলা, দারুলমল্লিক ও সেনেরবেড়সহ কয়েকটি গ্রামের ৫ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামতের চেষ্টা করছে।
দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বেড়িবাঁধের ঐ স্থানে আগে থেকে নাজুক ছিল। দুপুরের জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেলে ২২ নম্বর পোল্ডারে বাঁধ ভেঙ্গে যায়। এতে ৫/৬টি গ্রাম তলিয়ে গেছে। দ্রুত বাঁধ মেরামত করা না হলে ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছেন, বাঁধ মেরামতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ রাত ৯ টার দিকে বাধ মেরামতের চেষ্টা করেও এলাকাবাসী ব্যর্থ হয়েছেন। ইতোমধ্যে মানুষের ঘরের বারান্দায় পানি উঠে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ফের বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত কাজ চলবে বলে জানান তিনি।