আন্তর্জাতিক

ফের আফগানিস্তানের আকাশ ব্যবহার করছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো

প্রায় তিন বছর পর আফগানিস্তানের আকাশের ওপর দিয়ে উড়ে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফথানসা এয়ারলাইন্সের বিমানগুলো।  মধ্যপ্রাচ্যে চলমান সংকটে কারণে আফগানিস্তানকে তুলনামূলক নিরাপদ মনে করায় এই রুট বেছে নিচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তিন বছর আগে যখন তালেবানরা ক্ষমতা গ্রহণ করেছিল তখন আফগানিস্তানে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এশিয়া ও ইউরোপের মধ্যে অবস্থিত প্রধান এই রুটটিতে ট্রানজিট বন্ধ করে দিয়েছিল এয়ারলাইন্সগুলো।

রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে ট্রানজিট এখনও পুনরায় চালু করা হয়নি। তবে বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরান ও ইসরায়েলের মধ্যকার আকাশসীমার তুলনায় আফগান আকাশকে কম ঝুঁকিপূর্ণ মনে করছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়ার আকাশ বেশিরভাগ পশ্চিমা এয়ারলাইন্সের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এরপর অনেকেই ইরান এবং মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাতায়াত শুরু করেছিল।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট ট্রেডার২৪ এর মুখপাত্র ইয়ান পেটচেনিক বলেন,‘বিরোধ বাড়ায় কোন আকাশপথ ব্যবহার করতে হবে তার হিসাব পরিবর্তিত হয়েছে। এয়ারলাইন্সগুলো যতটা সম্ভব ঝুঁকি কমাতে চাইছে এবং তারা ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের ওপর দিয়ে উড়ে যাওয়াকে নিরাপদ বিকল্প হিসাবে দেখছে।’