ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুর অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় কুলকাঠি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মায়েল আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল মল্লিক, ইউনিয়ন যুবদলের সভাপতি মজিদ তালুকদার, মোস্তাফিজুর রহমান লাবলু, ইউপি সদস্য আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেদুল হাসান, বিএনপি নেতা রুহুল আমিন, যুবদলনেতা শাহীন তালুকদার, মাওলানা মাসুদুর রহমানসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, এইচএম আখতারুজ্জামান বাচ্চু চেয়ারম্যান থাকা কালে গত ১৫ বছর ইউনিয়নে বিভিন্ন রকমের নৈরাজ্য সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন রকমের অনৈতিক কাজ করার অভিযোগ রয়েছে। আর তাই তাকে আর আমরা চাই না। তার অপসারণ দাবি করছি।