অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে পবিত্র কোরআনের কপি পুড়িয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এ সংক্রান্ত ফুটেজ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের ধারণ করা ভিডিও এবং গাজায় পাওয়া ড্রোন থেকে ফুটেজ পেয়েছে।
ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা উপত্যকার বনি সালেহ মসজিদে প্রবেশ করেছে এবং তারপর মসজিদের ভিতরে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের কপি ছিঁড়ে ফেলছে ও পুড়িয়ে দিচ্ছে।
আরো কিছু ফুটেজে ইসরায়েলি সেনাবাহিনীকে ৯৬ বছর আগে নির্মিত গাজার খান ইউনিসের গ্র্যান্ড মসজিদ ধ্বংস করতে দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী এখনো ফুটেজ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ১০ মাসের হামলায় প্রায় এক হাজার ৪০০ বছরের পুরানো গ্রেট ওমারি মসজিদসহ শত শত মসজিদ আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
গাজাভিত্তিক সরকারি মিডিয়া অফিসের মতে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৬০৯টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে, ২১১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।