সারা বাংলা

সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় সোহান শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধীপুর ইউনিয়নের বসিয়ার বাড়ি সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

সোহান একই উপজেলার যশলং গ্রামের আবু বক্কার শেখের ছেলে। টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) শফি উদ্দিন বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনসার উজ্জামান বলেন, উপজেলার কালীবাড়ি বাজার থেকে মোটরসাইকেলযোগে টঙ্গীবাড়ি বাজারে যাচ্ছিল সোহান। পথে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সোহানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।