জাতীয়

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. ইউনূসের

পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠেই ঐতিহাসিক টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।

এর আগে রোববার দুপুরে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এটা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে টেস্টখেলুড়ে দলগুলোর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সবাইকে পরাজিত করেছে বাংলাদেশ।