সারা বাংলা

কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। পরে স্থানীয়রা এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানীর একাউন্টস ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, ‘আজ রোববার (২৫ আগস্ট) দুপুরে চুনকোটিয়া পাকাপুল এলাকায় কোম্পানির এজেন্ট অফিস থেকে ২২ লাখ টাকা নিয়ে নিজস্ব অটো যোগে রাজেন্দ্রপুর ন্যাশনাল ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম। মুজাহিদনগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৌঁছালে পুলিশ লেখা সাদা রঙের মাইক্রোবাসে করে ১১ জন ছিনতাইকারী অটোর গতিরোধ করে। পরে পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে আমার ও অটোচালকের চোখ ও হাত বেঁধে ফেলে রেখে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।’ 

তিনি বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে অফিসকে বিষয়টি জানালে তারা লোকজন নিয়ে আব্দুল্লাহপুর টোলঘর এলাকায় ছিনতাইকারীদের গাড়ির গতিরোধ। তবে গাড়ি থেকে বাবুল ইসলাম নামে একজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। তবে টাকার উদ্ধার করা যায়নি।’   

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।