আন্তর্জাতিক

এটাই হিজবুল্লাহর প্রতি শেষ জবাব নয়: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়ে বলেছেন, রোববারের হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে তার দেশের সামরিক অভিযান ‘শেষ জবাব নয়।’

নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে বলেছেন, ‘আমরা হিজবুল্লাহকে আকস্মিক ও বিধ্বংসী আঘাত করছি... উত্তরের পরিস্থিতি পরিবর্তন এবং নিরাপদে আমাদের বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার দিকে এটি আরেকটি পদক্ষেপ। এবং আমি আবারও বলছি, এটি শেষ জবাব নয়।’

তিনি বলেন, সামরিক বাহিনী হাজার হাজার ‘স্বল্পপাল্লার রকেট ধ্বংস করেছে, যার সবকটিই গ্যালিলে আমাদের বেসামরিক ও বাহিনীর ক্ষতি করার উদ্দেশ্যে ছিল।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘এর বাইরে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) ইসরায়েলের কেন্দ্রস্থলে কৌশলগত লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহ যে সব ড্রোন উড়িয়েছিল সেগুলোকে বাধা দিয়েছে।’

ইসরায়েলি মিডিয়া অবশ্য জানিয়েছেম হিজবুল্লাহ যে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চেয়েছিল, সেটি ছিল তেল আবিবের কাছে ইসরায়েলি গুপ্ত সংস্থা মোসাদের সদর দপ্তর।