সারা বাংলা

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার সুংসুঙ্গি মোড় এলাকার মৃত আবু তাহেরের ছেলে রেজাউল ইসলাম (৩৫) ও অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দল নেতা জিয়াউর রহমান বলেন, ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার সময় জান্নাত পরিবহনের একটি বাস গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট ইউনিয়নের মাঝিপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।