আন্তর্জাতিক

ইউক্রেনকে দেওয়া মার্কিন এফ-১৬ বিধ্বস্ত

ইউক্রেনে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)  নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন তার প্রথম এফ-১৬ যুদ্ধবিমানের বহর পেয়েছিল আগস্টের শুরুতে। গত বছর পশ্চিমা মিত্ররা ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনে এই যুদ্ধবিমান সরবরাহে জোট গঠন করেছিল। এক বছর প্রশিক্ষণের পর বিমানগুলো ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছিল।

এখনও পর্যন্ত ইউক্রেন মাত্র ১০টি এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে। কিয়েভকে নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে ও বেলজিয়াম থেকে কমপক্ষে ৭৯টি এফ-১৬ এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ডব্লিউএসজে জানিয়েছে, রাশিয়ার হামলায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়নি। তবে ২৬ আগস্ট রাশিয়ায় ব্যাপক হামলার সময় এটি বিধ্বস্ত হয়েছিল।

সংবাদমাধ্যমটি বলেছে, ‘দুর্ঘটনাটি সম্ভবত পাইলটের ত্রুটির কারণে হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী দুর্ঘটনা বা পাইলটের অবস্থা নিশ্চিত করবে না।’