সারা বাংলা

মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে সেই বৃদ্ধা খুন

পঞ্চগড় সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুস্তম আলীর (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, রুস্তম আলীও মানসিকভাবে অসুস্থ।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার নিজ ঘর থেকে ছালেহা বেগমের (৮৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ফুটিকপাড়া এলাকার মৃত হান্নান আলীর স্ত্রী। মানসিক ভারসম্যহীন মা-ছেলে একই বাড়িতে থাকতেন।

আরও পড়ুন: নুয়েপড়া ঝুপড়ি ঘরেই প্রতিবন্ধী মা-ছেলের বসবাস

প্রসঙ্গত, ২০২২ সালের ১২ ডিসেম্বর পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ‘নুয়েপড়া ঝুপড়ি ঘরেই প্রতিবন্ধী মা-ছেলের বসবাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে মানসিক ভারসম্যহীন মা-ছেলের মানবেতর জীবনকাহিনী তুলে ধরা হয়। এরপর মা-ছেলের পাশে দাঁড়িয়েছিলেন দুইজন পাঠক। তারা এই পরিবারটিকে একটি বসবাস উপযোগী ঘরের ব্যবস্থা করে দেন।

আরও পড়ুন: রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, ঘর পেলেন প্রতিবন্ধী মা-ছেলে

স্থানীয়দের বরাতে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘মা-ছেলে মিলেই তাদের পরিবার। তাদের বাড়িতে অন্য কেউ থাকতো না। বাড়িটিতে এলাকার লোকজনের যাতায়াতও ছিল কম। গত দুই দিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। খোঁজ নিতে তাদের ঘরে যান লোকজন। সেখানে তারা ছালেহা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে বিষয়টি জানান লোকজন।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ‘অন্তত দুই দিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তার ছেলেই তাকে হত্যা করেছেন। হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’