নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওয়ান টাইম প্লেট গ্লাসের কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুলবাড়ী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই ওয়ান টাইম গ্লাস তৈরির কারখানার প্রথম তলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে। দ্রুত শ্রমিকরা কারখানাটি থেকে বাইরে চলে আসেন। পরে পলাশ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, নরসিংদী থেকে আসা দুটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুরবাড়ী বলেন, ‘আমাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে। আমরা এখন কাজ করছি। অনেকটাই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে সব কিছু বিস্তারিত বলতে পারবো।’