ঝালকাঠির নলছিটিতে কালভার্টের নিচ থেকে সাঈম হাওলাদার (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিহঙ্গল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল সাঈম। শুক্রবার সন্ধ্যায় বিহঙ্গল এলাকার একটি কালভার্টের নিচে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সাঈম হাওলাদার বিহঙ্গল এলাকার সজীব হাওলাদারের ছেলে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।