সারা বাংলা

গোবিন্দগঞ্জে সীমান্ত দিয়ে আসছে মাদক, র‍্যাবের হাতে আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাহাদুর (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। 

শুক্রবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব·১৩ গাইবান্ধার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম। এর আগের দিন গোবিন্দগঞ্জ শহরের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

বাহাদুর মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চ গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, শহরের মায়ামনি হোটেলের সামনে চেকপোস্টে তাকে থামার নির্দেশ দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাচ্ছিলেন। এসময় তার শরীর তল্লাশি করে ৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এসময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, এ মাদক কারবারি  দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় বিক্রি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।