সারা বাংলা

নাটোরে হত্যা মামলা থেকে বাঁচতে নিজ ঘরে আগুন

নাটোরের নলডাঙ্গায় হত্যা মামলা থেকে বাঁচতে পরিকল্পিতভাবে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামির বিরুদ্ধে।

শুক্রবার (৩০ আগস্ট) উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী খোরশেদ আলম।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রায় পাঁচ মাস আগে আমার বড় ভাই জিল্লুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করা হয়। এ ঘটনায় মকবুল হোসেনের ছেলে আবেদ আলীকে প্রধান আসামি করে মামলা করি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খোরশেদ আলম বলেন, সম্প্রতি জামিনে বের হয়ে আসেন আবেদ আলী। এখন মামলা থেকে বাঁচতে পরিকল্পিতভাবে নিজ ঘরে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। আমরা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, প্রতিবেশী আশরাফুল ইসলাম, মোবারক আলী, রশিদুল ইসলাম, মোতালেব হোসেন, রহিদুল ইসলাম প্রমুখ।

অভিযোগের বিষয় নাকচ করে আবেদ আলী বলেন, আমার বিরুদ্ধ আনিত অভিযোগ সত্য নয়। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।