আন্তর্জাতিক

চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন ও ফিলিপাইনের জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দেশের উপকূলরক্ষী বাহিনী একে অপরকে অভিযুক্ত করেছে।

ফিলিপাইন দাবি করেছে একটি চীনা জাহাজ তাদের জাহাজে ‘সরাসরি এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে।’

অপরদিকে, বেইজিং ফিলিপাইনকে একটি চীনা জাহাজের সঙ্গে ‘ইচ্ছাকৃতভাবে’ সংঘর্ষের অভিযোগ করেছে।

সাবিনা শোলের কাছে শনিবারের সংঘর্ষটি দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপ ও অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ ঘটনা। গত দুই সপ্তাহের মধ্যে একই এলাকায় দুই দেশের জাহাজের সাথে সংঘর্ষের অন্তত তিনটি ঘটনা ঘটেছে।

সাবিনা শোল অঞ্চলটি চীন জিয়ানবিন জিয়াও এবং ফিলিপাইন এসকোডা শোল হিসাবে দাবি করে আসছে। এটি ফিলিপাইনের পশ্চিম উপকূল থেকে প্রায় ৭৫ নটিক্যাল মাইল এবং চীন থেকে ৬৩০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত।