ত্বকের সুস্থতা ও সৌন্দর্য বজায় রাখার জন্য ত্বকের আদ্রতা ধরে রাখা জরুরি। ত্বকের আদ্রতা নষ্ট হয়ে গেলে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকের আদ্রতা ধরে রাখার সবচেয়ে ভালো উপায় জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।
তিনি বলেছেন, ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য নিয়মিত গ্লিসারিন ব্যবহারের কোনো বিকল্প নেই। শীত কিংবা গরমের দিন নিয়মিত গ্লিসারিন ব্যবহার করলে ত্বকের আদ্রতা ঠিক থাকে, ত্বক হয় কোমল এবং মশৃন।
গ্লিসারিন হচ্ছে, বর্ণ এবং গন্ধহীন এক ধরনের তরল। এই তরল শরীরে মাখলে কোনো সুগন্ধ পাওয়া যায় না। কিন্তু ময়েশ্চার এবং ইলাস্টিসিটি বজায় রাখতে পারে এই উপাদান।
কৃতি একটি সাক্ষাৎকারে বলেছেন, গ্লিসারিন ত্বকের আদ্রতা বজায় রাখে একইসঙ্গে ত্বকে অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। ত্বকে প্রদাহজনিত কোনো সমস্যা থাকলেও দূর করতে পারে এই উপাদান।
চিকিৎসকেরা বলেন, শুষ্ক বা খসখসে ত্বকের জন্য গ্লিসারিন ভালো। নিয়মিত গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে বলিরেখা পড়ে না।
গ্লিসারিন সাধারণত ঘন এবং চটচটে। কিন্তু এই উপাদান ত্বকের ছিদ্রের মুখ বন্ধ করে দেয় না। তাই ত্বকে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে।
যারা দিনের বেশিরভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন তারাও নিয়মিত গ্লিসারিন ব্যবহার করতে পারেন।
গ্লিসারিন যেভাবে ব্যবহার করা ভালো ২ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ত্বকে মাখলে ত্বকের র্যাশ, জ্বালা ভাব কমাতে পারে। গোসল করার পরে গ্লিসারিনের মিশ্রণ ত্বকে মাখলে ত্বকের জেল্লা বাড়বে।
সতর্কতা: গ্লিসারিন সরাসরি ত্বকে মাখা যায় না। সব ধরনের ত্বকের জন্য তা উপযুক্তও নয়।