সারা বাংলা

কুতুবদিয়া-মগনামা নৌপথে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌপথে অনিয়ম, হয়রানি, দুর্নীতি, নৈরাজ্য ও লুটপাট বন্ধসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে কুতুবদিয়ার ছাত্র-জনতা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় শহরের ঘুনগাছ তলায় কুতুবদিয়ার কয়েকশত শত ছাত্র-জনতা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। এ সময় ওই এলাকায় ঘণ্টা দেড়েক যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

মানববন্ধনে ছাত্রদের মধ্যে আসিফ, শাকিল, জুয়েল, তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।