চিকিৎসকদের ঘোষিত শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বন্ধ রয়েছে হাসপাতালটির সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম। ফলে রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
আরও পড়ুন: দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন সারাদেশের চিকিৎসকরা। এরই ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেন আজ দুপুর ১টার দিকে। ফলে বন্ধ হয়ে গেছে হাসপাতালের সব ধরণের চিকিৎসা সেবা কার্যক্রম। একইসঙ্গে বন্ধ হয়ে গেছে জরুরি বিভাগের সেবা কার্যক্রম। তবে, নার্সরা ওয়ার্ডে রোগী সামাল দিচ্ছেন।
এদিকে, রোববার দুপুরে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. তছলিম উদ্দিন খান। বিকেল ৩টা পর্যন্ত চলে বৈঠক। বৈঠকে চমেক হাসপাতাল পরিচালক শাটডাউন কর্মসূচি থেকে সরে আসতে চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করেন। বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের অচলাবস্থা নিরসন হয়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) রাজিব কুমার পালিত বলেন, ‘চিকিৎসকরা তাদের নিরাপত্তা চান। পরিচালক আশ্বস্ত করেছিলেন, নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না। তাতেও কাজ হয়নি।’