বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত কুড়িগ্রামের উলিপুর উপজেলার আশিক বাবুর (২৪) মৃত্যু হয়েছে। আশিক উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক বাবু মারা যান।
আশিকের চাচাত ভাই রেজাউল বলেন, আশিক সংসারে বড় ছেলে। কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গত ৪ আগস্ট মাথায় আঘাত পায়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে আশিক মারা গেছে।
আশিকের মৃত্যুর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছেন। তবে এখনও কাগজপত্র পাননি।