২৯ বছর পেরিয়ে ৩০ বছরে পা দিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক পত্রিকা মজলুমের কণ্ঠ।
রোববার (১ সেপ্টেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয়।
উপজেলার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপলু তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটারিয়াল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জিএম শফিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চান খাঁ, সাধারণ সম্পাদক এএসএম ফেরদৌস আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবু সাইদ, পাথরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাবলু চৌধুরী, জেলা জিয় পরিষদের যুগ্ম সম্পাদক ডা. নজরুল ইসলাম লুলু প্রমুখ।