আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৩ জন। সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক্স- এ পোস্ট করেছেন, ‘আজ বিকেলে শরীরে বিস্ফোরক পরিহিত এক ব্যক্তি বিস্ফোরণ ঘটায়।’ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

জাদরান জানান, দক্ষিণ কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় এই হামলা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই ইসলামিক স্টেট খোরাসান নামের একটি গোষ্ঠী দেশটির বেসামরিক নাগরিক ও তালেবানদের ওপর আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।