সারা বাংলা

শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন 

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধ হয়েছে। এসময় বক্তারা, শিক্ষকদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তা লিখিতভাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানানোর আহ্বান জানান। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। 

সোনারগাঁ প্রাত্তন/বর্তমান ছাত্র ও সুশীল সমাজ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বিশিষ্ট কলামিস্ট হাজী মহসিন, লেখক ও কবি খন্দকার পনির, সোনারগাঁ সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মীমরাজ হোসেন, সাপ্তাহিক পূর্ণমাত্রা সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল এবং ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, যে সব শিক্ষকদের লাঞ্ছিত করা হয়ছে, তাদের যেন পুনরায় স্কুলে ফিরিয়ে আনেন শিক্ষার্থীরা। শিক্ষকদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তা লিখিতভাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানানোর আহ্বান জানান তারা।