নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। এ পর্যন্ত সাপের কামড়ে আহত হয়ে প্রায় ৩০০ জন বানভাসী চিকিৎসা নিয়েছেন।
নোয়াখালীর ৮টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। অনেক স্থানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বন্যায় অন্যান্য সমস্যার পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব।
জেলার সদর, কবিরহাট, সুবর্ণচরসহ প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে প্রায় ৩০০ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
নোয়াখালীর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বন্যাকবলিত এলাকার মাঠে-ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় লোকজন সাপের দংশনের শিকার হয়। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাইরে বেরিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৩০০ মানুষ সাপরে কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। পানি পুরোপুরি নেমে গেলে সাপের উপদ্রব আরও বেড়ে যাবে। এ অবস্থায় সবাইকে আরও সচেতন হতে হবে।’