ভৌগলিকভাবে হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছরই শীতের আমেজ শুরু হয় একটু আগেই। মৌসুমের বেশির ভাগ সময়ই এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। অন্যান্য জেলার তুলনায় শীতের অনুভূতিও হয় বেশ তীব্র। এ বছরও যেন আগে ভাগেই নামছে এ জেলায় শীত। আর তা জানান দিচ্ছে প্রকৃতি।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে হঠাৎ করেই কুয়াশা দেখা যায় উত্তরের এ জনপদ। দিনের বেলায় বেশ গরম থাকলেও আগের রাত থেকেই শুরু হয় কুয়াশা পড়া। ভোরের দিকে বেড়ে যায় কুয়াশা। ঘাস এবং ফসলের ডগায় জমছে শিশির বিন্দু।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে আসলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের উপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে। আর শীতের আমেজ তো দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তরে প্রকট হয়ে থাকে। এর মাত্রা আর অনুভূতি থাকে ভিন্নতর।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, সকালে চারপাশ কুয়াশায় ঢেকে যায়। ভোর থেকে সকাল পর্যন্ত বেশ কুয়াশা ছিল। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।